দেশজুড়েপ্রধান শিরোনাম
‘ভোটের তারিখ পরিবর্তন নির্বাচন কমিশনের এখতিয়ার’
ঢাকা অর্থনীতি ডেস্ক: ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের তারিখ পরিবর্তন সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। আওয়ামী লীগের এতে কোন আপত্তি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (১৭ই জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সম্পাদক মন্ডলীর সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ভোটের তারিখ পরিবর্তন নির্বাচন কমিশনের দায় দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, ভোটের তারিখ পরিবর্তন সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। এতে সরকারের কিছু করার নেই। ‘ভোটের তারিখ পরিবর্তনে সরকারের কোন হাত নেই।’ নির্বাচন সংক্রান্ত যেকোন বিষয়ের দায়দায়িত্ব ইসির। ইসির সাথে আলোচনা করেই বিষয়টি সমাধান করা উচিত।
এ সময় সিটি নির্বচনে আওয়ামী লীগের যেসব বিদ্রোহী প্রার্থী এখনও প্রার্থীতা পরিহার করেনি তাদের প্রত্যাহারের কথা জানান ওবায়দুল কাদের।
/এএস