আমদানি-রপ্তানীশিল্প-বানিজ্য
ভোঁদড়ের আন্তর্জাতিক বেচা-কেনা নিষিদ্ধ হতে যাচ্ছে
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভোঁদড় জাপানে বেশ জনপ্রিয় পোষা প্রাণী হয়ে উঠেছে। তবে, এখন সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রাণীটির আন্তর্জাতিক বাণিজ্য নিষিদ্ধের আহ্বান জানানোর কারণে পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে।
এসম্পর্কিত ওয়াশিংটন সমঝোতার সদস্যরা দু’ধরণের ভোঁদড়ের উপর প্রয়োগযোগ্য নিষেধাজ্ঞা প্রস্তাবের অনুমোদন দিয়েছে। তার মধ্যে একটি হল, ছোট থাবা-যুক্ত ভোঁদড় এবং অপরটি হল, মসৃণ আচ্ছাদনের ভোঁদড়।
ঐ প্রস্তাব পেশ করা দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত এবং নেপালও অন্তর্ভুক্ত আছে। প্রায়শ এই প্রাণীগুলো অবৈধভাবে শিকার এবং রপ্তানি করা হয়ে থাকে।
তাদের মধ্যে কিছু কিছু শেষ পর্যন্ত জাপানের “ভোঁদড় ক্যাফে”তে এসে পৌঁছায়। সেখানে ভোক্তারা এই প্রাণীগুলোকে স্পর্শ বা পোষ মানানোর পাশাপাশি সামাজিক গণমাধ্যমেও তাদের ছবি পোষ্ট করতে পারেন।
ওয়াশিংটন সমঝোতায় অনুমোদিত এই নিষেধাজ্ঞাসমূহ আগামীকাল অনুষ্ঠেয় একটি সাধারণ সভায় আনুষ্ঠানিক রূপ নেয়ার সম্ভাবনা রয়েছে।
/আরএম