দেশজুড়ে

ভৈরব নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা অর্থনীতি ডেস্ক: বাগেরহাটের ভৈরব নদ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সদর উপজেলার রাধাভল্লব গ্রামের মাঝিভিটা এলাকা সংলগ্ন ভৈরব নদের চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আব্দুর ছত্তার নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, সকালে মাঝিভিটায় গরু বাঁধতে গিয়ে এক যুবকের মরদেহ দেখতে পাই। পরে এলাকাবাসী ও পুলিশকে জানাই।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, এলাবাসীর দেওয়া খবরের ভিত্তিতে রাধাভল্লব গ্রামের মাঝিভিটা এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এনএ

Related Articles

Leave a Reply

Close
Close