দেশজুড়ে

ভেজাল মদপানে তুরাগে ৩ জনের মৃত্যু, হাসপাতালে আরও কয়েকজন

ঢাকা অর্থনীতি ডেস্ক: ভেজাল মদপানে রাজধানীর তুরাগ থানাধীন মান্দুরা এলাকায় অন্তত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতরা হলেন- রাম জয় মন্ডল (৫৫), গোপাল চন্দ্র (৪৫) এবং প্রকাশ (২৪)। তারা প্রত্যেকে মান্দুরা এলাকার স্থানীয় বাসিন্দা।

স্থানীয়রা জানান, সোমবার (০৭ অক্টোবর) দিবাগত রাতে দেশি মদ পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। তাদের প্রত্যেকে উত্তরার এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত তিনটার দিকে ভেজাল মদ পান করলে রাতেই রাম জয় মন্ডল ও গোপাল চন্দ্রের মৃত্যু হয়। মঙ্গলবার বিকেল ৫ টার দিকে মারা যান প্রকাশ।

এছাড়া আশংকাজনক অবস্থায় আরো বেশ কয়েকজন উত্তরাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল মুত্তাকিম জানান, মৃত্যুর খবর পেয়ে সেখানে টিম পাঠিয়েছি। তবে তারা কীভাবে মারা গেছেন সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারিনি। তদন্তের পর তা জানা যাবে।

Related Articles

Leave a Reply

Close
Close