প্রধান শিরোনামবিশ্বজুড়ে
ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন
ঢাকা অর্থনীতি ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের উত্তরাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (২৭ জুলাই) দেশটির উত্তরাঞ্চলের লুসোন দ্বীপে ভূমিকম্প আঘাত হানে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পে একটি হাসপাতাল এবং বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী ম্যানিলাতেও ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আবরা প্রদেশের ডোলোরেস শহরের ১১ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে। কেন্দ্রের গভীরতা ছিল ১০ কিলোমিটার।
কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে আংশিকভাবে ধসে পড়ায় আবরা প্রদেশের একটি হাসপাতাল খালি করা হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আবরা এবং নিকটবর্তী প্রদেশে ফের আফটার শক অনুভূত হতে পারে।
আবরা প্রদেশের লাগানগিলাং শহরের মেয়র রোভলিন ভিলামোর বলেন, ‘বেশ কয়েকটি আফটার শক অনুভূত হয়েছে। আমরা বাড়িঘরের ক্ষয়ক্ষতির খবর পেয়েছি। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিপদের আশঙ্কায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।’
বাসিন্দারা জানান, ভূমিকম্পটি ৩০ সেকেন্ড বা তার বেশি স্থায়ী হয়েছিল।