প্রধান শিরোনামবিশ্বজুড়ে

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবি, ২৪ জনের মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে একটি রাবারের নৌকা ডুবে অন্তত ২৪ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা আইওএম। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি।

আইওএম এর মুখপাত্র সাফা সেহলি জানান, লিবিয়া থেকে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় অভিবাসন প্রত্যাশীদের রাবারের তিনটি নৌকার একটু ডুবে যায়।

এ সময় লিবিয়ার কোস্ট গার্ড ৪৫ জনকে উদ্ধার করেছে বলে জানিয়েছে আইওএম এর ওই মুখপাত্র।

আফ্রিকা ও লিবিয়া থেকে অভিবাসীদের বেশিরভাগেরই পছন্দের রুট হলো ভূমধ্যসাগর। এসব অভিবাসন প্রত্যাশীরা ইতালি এবং মাল্টা হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন।

সূত্র: আনাদুলু এজেন্সি

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close