খেলাধুলা
ভূটানকে বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বড় জয় দিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে তারা হারিয়েছে ৫-২ গোলের বিশাল ব্যবধানে। প্রথম ম্যাচে জোড়া গোল করে নিজের প্রতিভার জানান দিয়েছেন আল মিরাদ। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করায় খেলোয়াড়দের কৃতিত্ব দিয়েছেন কোচ।
আসরের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। কিশোরদের সামনে এই তথ্যটা পরিষ্কার। ভুটানের বিপক্ষে নামার আগে আরেকটি তথ্যও ছিল স্বস্তিদায়ক। এদের সঙ্গে বয়সপর্যায়ে কখনোই হারেনি বাংলাদেশ।
এতসব সাফল্যের গল্পগাঁথা মাথায় রেখেই এবারের সাফে যাত্রা শুরু। ম্যাচের শুরু থেকে মাঠের দখল নিয়ে নেয় বাংলার কিশোররা। ভুটানের রক্ষণে একের পর এক আক্রমন শানায় বর্তমান চ্যাম্পিয়নরা। ফলও আসে ম্যাচের ১৫ মিনিটের মাথায়। আল মিরাদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
সমতা ফেরাতে বেশি সময় নেয়নি ভুটানিরা। মিনিট দুয়েক পরই ফাবের গোলে সমতায় ফেরে দলটি।
গোল হজম করে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। ২১ মিনিটে রহমানের গোলে আবারো এগিয়ে যায় লাল সবুজের প্রতিনিধিরা। স্কোরলাইন ২-১।
এবারও বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি লাল সবুজের কিশোররা। ৩২ মিনিটে বাংলাদেশ গোলকিপারের ভুলে আবারো সমতায় ফেরে ভুটান। চোজাংয়ের গোলে জমে ওঠে ম্যাচ।
তবে প্রথমার্ধ্বেই আরো একবার লিড নেয় বাংলাদেশ। ৪৪ মিনিটে গোল করেন সরকার। ৩-২ স্কোরলাইনে শেষ প্রথমার্ধ্ব।
দ্বিতীয়ার্ধ্বেও আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। তবে গোল পেতে অপেক্ষা করতে হয় দীর্ঘসময়। ৮৩ মিনিটে আবারো এগিয়ে আসেন আল মিরাদ। নিজের দ্বিতীয় গোল আদায়ের পাশাপাশি দলকে এনে দেন ৪-২ লিড।
গোল পেয়েই আবারো উজ্জীবিত হয়ে ওঠে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের যোগ করা সময়ে আবারো গোল। এবারের স্কোরার রাজু। ৫-২ গোলের বড় জয় নিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু।
শুরুটা দুর্দান্ত। চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে যেতে হবে আরো অনেকদূর। বাংলার কিশোররা প্রস্তুত। জানান দিয়েছে প্রথম ম্যাচেই।