প্রধান শিরোনামবিশ্বজুড়ে

ভুয়া তথ্য প্রচার করায় ট্রাম্পকে টুইটার ব্যবহারে নিষেধাজ্ঞা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা জারি করল টুইটার। কারণ হিসেবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, করোনাভাইরাস সম্পর্কিত একটি ভুয়া ভিডিও প্রচার করেছেন ট্রাম্প।

ওই ভিডিওটিতে ট্রাম্প দাবি করেছিলেন, মার্কিন শিশুরা করোনার বিরুদ্ধে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে। এই বার্তা টুইটারের কাছে কোভিড-১৯ বিষয়ক ভুয়া তথ্য বলে গণ্য হয়েছে।

জানা গেছে, এটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমক ফক্স নিউজকে দেয়া মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎকারের ভিডিও। এই একই ভিডিও ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও সরিয়েছে টিম জাকারবার্গ। ফেসবুকও এটিকে ভুয়া তথ্য হিসেবে চিহ্নিত করেছে।

এক বিবৃতিতে টুইটারের মুখপাত্র জানিয়েছেন, এই অ্যাকাউন্টের মালিককে নিজের করা এই ভুল টুইটটি সরাতে হবে। তাহলেই এই অ্যাকাউন্ট তিনি পুনরায় ব্যবহার করতে পারবেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-কে টুইটার জানিয়েছে, ভিডিওটি ডিলিট করা হয়েছে। ফলে ট্রাম্পের এই অ্যাকাউন্টও পুনরায় সক্রিয় হয়েছে।।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close