শিক্ষা-সাহিত্যসাভারস্থানীয় সংবাদ

ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ ডাকসুর ভিপি নুরুল হক নূরসহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এর যুগ্মআহ্বায়কের উপর বার বার ন্যাক্কারজনক হামলা এবং ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এর নেতা-কর্মীদের অন্যায়ভাবে হয়রানির প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জাবি শাখা।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার যুগ্ম আহ্বায়ক আরিফুর ইসলাম বলেন, আমরা দেশের যেকোন অন্যায়,অনিয়মের, দুর্নীতির প্রতিবাদ করি, যা সরকার ও ক্ষমতাসীনদের মাথা ব্যাথার কারণ। যে কারণে  হামলা মামলা ও ভয় ভীতি দেখিয়ে ক্ষমতাসীনরা আমাদের দমিয়ে রাখতে চায়।

জাবি শাখার আহ্বায়ক শাকিল উজ্জামান বলেন, সরকারের পৃষ্ঠপোষকাতায় ও মদদে  ভিপি নুরু সহ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা কর্মীদের ওপর একের পর এক হামলা হচ্ছে। এর কোন বিচার হচ্ছে না, সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে না আমরা সরকার ও ক্ষমতাসীন দলের এমন আচরণের নিন্দা জানাই। ভিপি নরু সহ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও সকল হামলার বিচার দাবী করছি।

Related Articles

Leave a Reply

Close
Close