বিনোদন

ভিন্নরুপে নুসরাত ফারিয়া, ভক্তরা বাক্যহারা!

ঢাকা অর্থনীতি ডেস্ক: গ্যালারিতে অনেক দিন ধরেই রাখা ছিল ভিডিওটি। কিন্তু অভিনেত্রী সেটি খুঁজে পাননি আগে। পুরনো গ্যালারি খুঁজে সেই ভিডিও ইনস্টাগ্রামে দিতেই ফ্যানেরা বাক্যহারা। অভিনেত্রী নুসরাত ফারিয়া একেবারে অন্যরূপে।

ভিডিওতে দেখা যাচ্ছে, খোলা চুলে, টাইট পোশাকে, গ্লিটারিং প্যান্টে নুসরাত একেবারেই অন্য মেজাজে। নিজেকে নিজেই ‘পটাকা’ বলেও উল্লেখ করছেন তিনি।

প্রিয় নায়িকার ওই ভিডিও দেখে বাক্যহারা ভক্তরাও। কেউ লিখেছেন, ‘কী বলব কিছু বুঝতে পারছিনা।’ একজন লিখেছেন, ‘আমি হতভম্ব।’

বাংলাদেশি ইন্ডাস্ট্রি কাঁপিয়ে ভারতের পশ্চিমবঙ্গের টলিউডেও রাজত্ব করতে চলেছেন নুসরাত। ২০১৯-এ ‘বিবাহ অভিযান’ ছবিতে অঙ্কুশ হাজরার বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে টলিউডে অভিষেক হয় নুসরাতের। এখানেও তাঁর বিপরীতে দেখা গিয়েছিল অঙ্কুশকে। তাঁর পরের ছবি ‘ভয়’-এর হিরোও অঙ্কুশই। পরের বছর বড় পর্দায় মুক্তি পাবে সেই ছবি।

/এনএ

Related Articles

Leave a Reply

Close
Close