বিশ্বজুড়ে
ভিডিওতে চুমুর দৃশ্য দেখে `দুই চাচতো বোনকে খুন`
ঢাকা অর্থনীতি ডেস্কঃ পাকিস্তানের পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এই সন্দেহে যে এক ভাইরাল ভিডিওতে দু’জন নারীকে একজন পুরুষের চুম্বন করার দৃশ্য দেখে তিনি তাদের খুন করেছেন। অভিযুক্ত ব্যক্তি ঐ দুই নারীর চাচাতো ভাই।
মোহাম্মদ আসলাম ১৬ এবং ১৮ বছর বয়সী দুই তরুণীকে গুলি করে হত্যা করেন বলে পুলিশ বলছে। ঐ ভিডিওটি যিনি রেকর্ড করেছেন তাকে এবং তরুণীর কিছু আত্মীয়কেও পুলিশ আটক করেছে।
খাইবার পাকতুনখোয়া প্রদেশের শাম্পলান গ্রামে গত সপ্তাহে এই ঘটনাটি ঘটে। এই প্রত্যন্ত এলাকাটি সামাজিকভাবে খুবই রক্ষণশীল। পাকিস্তানের কেন্দ্র সরকারের আইনের চেয়ে স্থানীয় জাতিগোষ্ঠির আইনই সেখানে বেশি চলে।
মানবাধিকার কর্মীরা বলছেন, পাকিস্তানে প্রতি বছর প্রায় ১০০০ তথাকথিত ‘অনার কিলিং’ ঘটে থাকে।
সমাজ কিংবা পরিবারের সম্মানহানির কথিত নানা অভিযোগে নারীরা বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হন।
৫২ সেকেন্ডের এই ভিডিওটি তোলা হয় এক বছর আগে। কিন্তু কয়েক সপ্তাহ আগে সামাজিক মাধ্যমে এটি ভাইরাল হয়।
বিবিসির উর্দু বিভাগ ভিডিওটি দেখেছে এবং এতে উমর আয়াজ নামে এক ব্যক্তিকে এক নির্জন জায়গায় বোরকা পরা তিন নারীর সাথে দেখা যায়।
এরপর তিনি এর মধ্যে দু’জন নারীকে চুম্বন করেন। ‘নোংরা ভিডিও’ তৈরির অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
আটক ব্যক্তি বিবাহিত ও দুই সন্তানের পিতা বলে জানা যাচ্ছে। তৃতীয় নারী, যাকে চুম্বন করা হয়নি, তিনি সন্দেহভাজন খুনির স্ত্রী। তিনি এখন পলাতক।
যার ফোন ব্যবহার করে এই ভিডিও তোলা হয় পুলিশ সেই ফিদা ওয়াজিরকেও আটক করেছে।
এই জোড়া খুনের খবর জানাতে ব্যর্থ হওয়ার জন্য এবং সাক্ষ্যপ্রমাণ গোপন করার অভিযোগে পুলিশ এক নিহত নারীর বাবা এবং অন্যজনের ভাইকেও গ্রেফতার করেছে।