বিনোদন

‘ভারত মাতা’র জন্য ১৫ বছর পর নাচলেন মিথিলা!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ প্রায় ১৫ বছর পর নাচলেন মিথিলা। তথ্যটি দিলেন নিজেই। জানালেন, লকডাউন দীর্ঘ হলে এমন আরও অনেক সুপ্ত প্রতিভা বিকশিত হবে তার। জানা গেল, ৮ মে তার ফেসবুক দেয়ালে প্রকাশিত ভিডিও ও মন্তব্যের ঘরে চোখ বুলিয়ে।

ভিডিওতে মিথিলা নেচেছেন কবিগুরুর ‘মোর ভাবনার একি হাওয়ায়’ গানটির সঙ্গে। নিজের ঘরে নিজ মোবাইলে ধারণ করা ছোট্ট এই সাদামাটা ভিডিওটি দেখে মুগ্ধতার জোয়ার উঠেছে দুই বাংলায়। ঢাকার নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা থেকে শুরু করে কলকাতার কবি শ্রীজাত- সবার কণ্ঠেই মিথিলার নৃত্যপ্রতিভার প্রশংসা।

মিথিলা জানান, স্কুল থেকে কলেজ পর্যন্ত নিয়মিতই নাচের সঙ্গে ছিলেন তিনি। কিন্তু এরপর গেল প্রায় ১৫ বছর নাচ করা হয়নি তার। লকডাউন না থাকলে, এবারও নাচটা হতো না বলেও শঙ্কা প্রকাশ করেছেন মিথিলা।

তিনি বলেন, ‘আমার ভারত মাতা সুমিতা দেবীর কারণে নাচটি করলাম। উনার ‘শ্রীময়ী ক্লাব’ এর রবীন্দ্রজয়ন্তীর ভার্চুয়াল অনুষ্ঠানের জন্য। প্রায় ১৫ বছর তো হবেই, নাচ করি না। এটা লম্বা সময়। আশাকরি ক্ষমা-সুন্দর দৃষ্টিতে নাচটি দেখবেন সবাই।’ ভারত মাতা বলতে মিথিলা বোঝাতে চেয়েছেন তার শাশুড়িকে, মানে নির্মাতা সৃজিত মুখার্জির মা।

মিথিলা বললেন, ‘কদিন আগে শাশুড়ি বললেন, উনাদের ক্লাবের রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানের জন্য ঢাকা থেকে কিছু একটা করে পাঠাতে। মূলত এমন সুযোগটাকে কাজে লাগালাম না।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close