প্রধান শিরোনামবিশ্বজুড়ে
ভারত থেকে ফিরিয়ে আনা হচ্ছে ৮৮ মৎস্যজীবীকে
ঢাকা অর্থনীতি ডেস্ক: অবশেষে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশি ৮৮ মৎস্যজীবীকে ফিরিয়ে আনা হচ্ছে। আগামী সোমবার (২৯ আগস্ট) সকালে এই ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে।
১৮ আগস্ট বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে বহু বাংলাদেশি মৎস্যজীবী মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন।
গভীর সমুদ্রে নিখোঁজ হওয়া এ রকম ১১৪ বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ড এবং মৎস্যজীবীরা।
এদের মধ্যে প্রথম দফায় ৮৮ জনকে ফিরিয়ে আনা হচ্ছে বলে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে জানানো হয়েছে। এ মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশপরগনা এবং মেদিনীপুর জেলার বিভিন্ন শেলটার হোমে রয়েছেন ১১৪ বাংলাদেশি মৎস্যজীবী।