ঢাকা অর্থনীতি ডেস্ক: অক্সিজেন এক্সপ্রেস ট্রেনে করে ভারত থেকে ২শ’ টন তরল মেডিক্যাল অক্সিজেন এর ৫ম চালান সিরাজগঞ্জ এসে পৌঁছেছে।
ভারতের ঝারখন্ড প্রদেশের জামশেদপুর থেকে বেনাপোল স্থল বন্দর হয়ে বৃহস্পতিবার রাত ১টার দিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছে করোনা মোকাবেলায় ভারত থেকে আসা ২শ’ টন তরল মেডিক্যাল অক্সিজেনবাহী বিশেষ ট্রেনটি।
ট্রেনটিতে ১০টি কনটেইনারে থাকা তরল মেডিক্যাল অক্সিজেন স্টেশন পৌঁছানোর পর সকাল ৮টা থেকে শুরু হয় খালাশ কার্যক্রম। অক্সিজেনগুলো ট্রেনের ট্যাংকার থেকে রোড ট্যাংককারে স্থানান্তর করে সড়ক পথে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে এই অক্সিজেন সরবরাহ করা হবে বলে জানিয়েছে সরবরাহকারি প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।