দেশজুড়ে

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ, সীমান্তে গ্রেপ্তার ১২

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১২ জনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার কুসুমপুর বিওপি সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান জানান, তারা খবর পান ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে বেশ কয়েকজন ব্যক্তি বাসযোগে গন্তব্যে রওনা দিয়েছেন। এই খবর পেয়ে কুসুমপুর বিওপির অধীনে সোনাগাড়ি এলাকায় বিজিবি সদস্যরা যাত্রীবাহী বাসে তল্লাশি করে। এ সময় ভারত থেকে আসা চারজন পুরুষ, তিনজন নারী ও পাঁচটি শিশুকে আটক করে।

বিজিবিকে তারা জানিয়েছে, কাজের সন্ধানে বিভিন্ন সময় তারা অবৈধভাবে ভারতে গিয়েছিল। তারা বাংলাদেশের নাগরিক। আটক সবাইকে মহেশপুর থানা-পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত এক মাসে এ নিয়ে ৫৮ ব্যাটালিয়নের আওতায় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় প্রায় তিন’শ জনকে আটক করেছে বিজিবি।

Related Articles

Leave a Reply

Close
Close