বিশ্বজুড়ে

ভারতে ১৬ কোটি মুসলিম আতঙ্কিত কেন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভারতে কমপক্ষে ১৬ কোটি মুসলিম বসবাস করেন। অন্য সম্প্রদায় এখানে নিরাপদ মনে করলে, কেন মুসলিমরা আতঙ্কিত হচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল।

রাজধানী নয়াদিল্লিতে একাডেমিকস অব নেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন। এ সময় কৃষ্ণ গোপাল জোর দিয়ে বলেন, ভারতে পারসি, বৌদ্ধ এবং জৈনসহ অন্য সংখ্যালঘু সম্প্রদায় নিজেদের নিরাপদ ভা বেন। তার ভাষায়, যদি অন্য সংখ্যালঘু সম্প্রদায়গুলো নিজেদের নিরাপদ ভাবেন, তাহলে কেন মুসলিমরা নিরাপদ ভাবেন না? ভারতে বসবাস করেন কমপক্ষে ১৬ কোটি মুসলিম। তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ খবর দিয়েছে জি নিউজ অনলাইন।

তিনি আরো বলেন, ভারতে বসবাসকারী পারসিদের সংখ্যা কত। বড়জোর ৫০ হাজার। জৈনরা ৪৫ লাখ এবং প্রায় ৮০ লাখ বৌদ্ধ বসবাস করেন ভারতে। ইহুদিদের সংখ্যাও মাত্র ৫ হাজার। তারা কাউকে ভয় পায় না। কিন্তু ভারতে মুসলিমের সংখ্যা কমপক্ষে ১৬ কোটি। তাহলে তারা কেন ভয় পান। তারা কেন ভয় পান এবং কাকে ভয় পান? এটা একটা বড় প্রশ্ন, যে সম্প্রদায় ভারতকে ৬০০ বছর শাসন করেছে, তারা আতঙ্কিত। এ বিষয়টি নিয়ে আলোচনা হওয়া উচিত। মুসলিমদের মধ্যে আতঙ্ক বিদ্যমান থাকার এই মানসিকতা কেন এটাও একটি বড় প্রশ্ন। তিনি বলেন, পুরো বিশ্ব এক পরিবার এবং প্রত্যেকের সুখী হওয়া উচিত এই মূলনীতির সঙ্গে কখনো আপস করবে না ভারত।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close