প্রধান শিরোনামবিশ্বজুড়ে

ভারতে ভবনে আগুন, নিহত ১৪

ঢাকা অর্থনীতি ডেস্ক: ভারতের ঝাড়খণ্ডে একটি বহুতল ভবনে আগুন লেগে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দগ্ধ আরও ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ঝাড়খণ্ডের ধানবাদ শহরের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর: এনডিটিভি

বার্তা সংস্থা পিটিআই থেকে জানা যায়, ঝাড়খণ্ডের মুখ্য সচিব সুখদেব সিং বলেন, ‘এ মুহূর্তে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ১৪। আর হাসপাতালে ভর্তি আছেন ১১ জন। কীভাবে আগুনের সূত্রপাত হয় সে সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। মৃতদের মধ্যে ১০ জন নারী ও ৩ শিশু রয়েছে।’

ধানবাদের উপ-কমিশনার সন্দ্বীপ কুমার জানান, সন্ধ্যায় ব্যস্ত এলাকার জোরাফটকের ১৩তলা আর্শিবাদ টাওয়ারে আগুন লাগে। ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তারা গুরুতরভাবে দগ্ধ। আহতদের মেডিক্যালে পাঠানো হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘ধনবাদে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি শোকার্ত। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ্য হয়ে উঠবেন এ প্রত্যাশা করি।’

ঝাড়খণ্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘মঙ্গলবার সন্ধ্যার পর আশরিওয়াদ টাওয়ার নামের একটি ভবনে আগুন লাগে। এটি একটি ১৩ তলা ভবন।

Related Articles

Leave a Reply

Close
Close