বিশ্বজুড়ে

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে ২০ জনের মৃত্যুর আশঙ্কা

ঢাকা অর্থনীতি ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কনৌজ জেলায় একটি ডাবলডেকার স্লিপার বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের পর আগুন লেগে ২০ জন মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে ২০ জনের মৃত্যুর খবর জানানো হলেও কারও নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। শুক্রবার (১০ই জানুয়ারি) রাতে দিল্লি-কানপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, সংঘর্ষের পর বাস-ট্রাক দু’টিতেই আগুন ধরে যায়। ট্রাকটিতে দাহ্য পদার্থ ছিল। এই দুর্ঘটনার পর আহত অবস্থায় ২১ জনকে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ রয়েছে অন্তত আরো ২০জন। এরা সবাই পুড়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

কানপুর রেঞ্জ পুলিশের মহাপরিদর্শক মোহিত আগারওয়াল জানান, বাসটিতে ৪৩ জন যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঠিক কতজন এ দুর্ঘটনায় আক্রান্ত হয়েছেন তার সঠিক তথ্য এখনও মেলেনি।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close