বিশ্বজুড়ে
ভারতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধস; নিহত ১২
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধসে অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। এখনো অনেকে নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (১৪ অক্টোবর) সকালে মউ জেলার মুহাম্মদবাদ এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, মউ জেলার মুহাম্মদবাদ এলাকায় সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় দোতলা বাড়িটি পুরোপুরি ভেঙে গেছে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে দমকল বাহিনী ও পুলিশ। তবে, সিলিন্ডার বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।
স্থানীয়রা জানান, বিস্ফোরণের প্রভাব এতটাই তীব্র ও শক্তিশালী ছিল যে বাড়িটি চোখের পলকেই ধূলিসাৎ হয়ে যায়। আচমকাই বিকট আওয়াজ শোনেন তারা। তীব্র বিস্ফোরণের শব্দ শোনার পরেই বাড়িটি থেকে আগুনের শিখা ছড়িয়ে পড়তে দেখেন তারা।
এদিকে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়া তিনি, আহত ও নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করতে জেলা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।