বিশ্বজুড়ে
ভারতে করোনায় আক্রান্ত ২৯
ঢাকা অর্থনীতি ডেস্ক: ভারতে একদিনের ব্যবধানে ২৩ জনের শরীরে নিশ্চিত হলো কোভিড নাইনটিনের উপস্থিতি। সবমিলিয়ে, দেশটিতে ভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৯ জনে।
বুধবার (০৪ মার্চ) সরকারি তরফে নিশ্চিত করে জানানো হয় যে, ভারতে বেড়াতে আসা ১৬ জন ইতালিয় পর্যটক এবং তাঁদের সঙ্গে থাকা এক ভারতীয় চালকের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণের প্রমাণ মিলেছে। জানা গেছে, গত মাসেই ইতালি থেকে ২৩ জনের পর্যটক দলটি রাজস্থান ভ্রমণে এসেছিল। সব মিলিয়ে গত তিন দিনের হিসেব ধরলে দেশে ২৯ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, বিদেশ থেকে আসা সমস্ত বিমানের যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে। ইতিমধ্যেই পাঁচ লক্ষাধিক যাত্রীর প্রাথমিক শারীরিক পরীক্ষা করা হয়েছে।
নতুনভাবে শনাক্তদের সবাই দিল্লি, আগ্রা ও জয়পুরের। এদেরমধ্যে, মোবাইল ব্যাংকিং সার্ভিস ‘পেটিএম’র এক কর্মকর্তাও রয়েছেন। সম্প্রতি, তিনি ইতালি ভ্রমণ শেষে ফিরেছেন দেশে।