দেশজুড়েপ্রধান শিরোনাম
ভারতে অনুপ্রবেশের সময় ৫ বাংলাদেশি আটক
ঢাকা অর্থনীতি ডেস্কঃ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৫ বাংলাদেশিকে আটক করেছে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। রোববার দুপুরে তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে উপজেলার লাউরগড় বিওপি টহল দল।
আটকরা হলেন, তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বারেকটিলা গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. লোকমান (১৮), কিতাব আলীর ছেলে মনির হোসেন (২৫), গারোহাটি গ্রামের আব্দুল মজিদের ছেলে জুয়েল মিয়া (১৯), দশঘর গ্রামের আইয়ুব আলীর ছেলে মো. স্বপন মিয়া (২৫), টেকেরঘাট ইউনিয়নের চাঁনপুর গ্রামের মো. কাছা মিয়া ছেলে কুদরত আলী (২৪)।
২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তথ্যমতে, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর সীমান্ত পিলার ১২০৩/৩ এস এর কাছে ৫ জন বাংলাদেশিকে নদী পথে ভারতে অনুপ্রবেশের সময় আটক করা হয়।
এ ব্যাপারে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম বলেন, ভারত সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
/আরকে