দেশজুড়েবিশ্বজুড়ে

ভারতের সর্বোচ্চ সম্মাননা পেলেন দুই বাংলাদেশি

ঢাকা অর্থনীতি ডেস্ক: সৈয়দ মোয়াজ্জেম আলীকে পদ্মভূষণ এবঙ ড. এনামুল হককে পদ্মশ্রী সম্মাননা তুলে দেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ

ভারতের তৃতীয় ও চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ এবং পদ্মশ্রী পাওয়া দুই বাংলাদেশির হাতে পুরস্কার তুলে দেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

সোমবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের পুরস্কার দেয়া হয়। তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পুরস্কার পান ভারতে বাংলাদেশের সাবেক হাইকমিশনার প্রয়াত সৈয়দ মোয়াজ্জেম আলী। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার স্ত্রী তূহফা জামান আলী।

চতুর্থ সর্বোচ্চ সম্মাননা পদ্মশ্রী পেয়েছেন প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ, লেখক ও বাংলাদেশে জাদুঘর আন্দোলনের পথিকৃৎ ড. এনামুল হক। তিনি সশরীরে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করেন। গত বছর তাদের পদ্মভূষণ ও পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবসে তাদের সম্মানিত করার কথা থাকলেও কারোনার কারণে পুরস্কার বিতরণী অনুষ্ঠান পিছিয়ে যায়।

Related Articles

Leave a Reply

Vaikams patinkantys vasaros užkandžiai: 3 geri receptai Sveikatingumas: valo organizmą, reguliuoja cukraus „Sveikos mitybos
Close
Close