বিশ্বজুড়ে

ভারতের মানুষ হিন্দু রাষ্ট্র মেনে নেবে না: অমর্ত্য সেন

ঢাকা অর্থনীতি ডেস্ক: ভারত ধর্ম নিরপেক্ষ দেশ, এটা হিন্দুরাষ্ট্র করা ঠিক হবে না। ভারতের মানুষ এটা মেনেও নেবে না। ভারতের লোকসভা নির্বাচনের ফল এবং বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার গঠন প্রসঙ্গে সম্প্রতি কলকাতায় এমন মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

বুধবার (২৬ জুন) গভীর রাতে ইউরোপের বাড়ি থেকে কলকাতায় ফেরেন অমর্ত্য সেন। কলকাতা বিমানবন্দরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, একক সংখ্যাগরিষ্ঠ না হলেও, শরিকদের ওপর নির্ভর করা এনএডি সরকারের মনোভাবের কোনও পরিবর্তন হয়েছে বলে আমি মনে করি না।

এর কারণ হিসেবে তার ব্যাখ্যা, আগেরবারের সরকারে যারা যে মন্ত্রী ছিলেন, তারাই এবারও সেখানেই বসেছেন। তাই এবারও তারাই শক্তিশালী।

অমর্ত্য সেন আরও বলেন, রাজনীতির দিক থেকেও সরকারকে মুক্তমনা হওয়া প্রয়োজন। ভারত একটি ধর্ম নিরপেক্ষ দেশ। সেটা হিন্দুরাষ্ট্রে পরিণত করা সমীচীন নয়।

এ সময়, রাম মন্দির নির্মাণ নিয়েও বিজেপি সরকারকে খোঁচা দেন বরাবর বিজেপির সমালোচক হিসেবে পরিচিত অমর্ত্য সেন। বলেন, ‘অনেক খরচ করে বড় মন্দির বানিয়েছে। এটা হলো ভারতকে হিন্দুত্বের নিরিখে দেখা।’

‘মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর , সুভাষ চন্দ্র বসুর দেশে এটা হওয়ার কথা নয়। একইভাবে সরকার ধনীদের ওপর বেশি নির্ভর করছে, আর দরিদ্রকে অবহেলা করছে বহুদিন ধরে,’ বলেন তিনি।

দেশের বেকারত্ব প্রসঙ্গে প্রখ্যাত এই অর্থনীতিবিদের বক্তব্য, ‘ভারত স্বাধীন হওয়ার পর থেকেই বেকারত্ব ছিল। কিন্তু সেটা এখন আরও বেশি করে দেখা দিয়েছে।’

Related Articles

Leave a Reply

Close
Close