করোনাপ্রধান শিরোনামবিশ্বজুড়ে
ভারতের বিধ্বস্ত বিমানের ২ যাত্রীর করোনা পজিটিভ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভারতের কেরালায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ও আহত দুই ব্যক্তির শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। করোনা পজিটিভের রিপোর্ট আসার সঙ্গে সঙ্গেই ৫০ উদ্ধারকারীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
এদিকে, বিমানের সব যাত্রী-কর্মীদের ও উদ্ধারকাজে যারা ছিল তাদের সকলের করোনা পরীক্ষা হবে বলে জানিয়েছে কেরালার সরকার।
কেরালার শিক্ষামন্ত্রী কেটি জলিল জানিয়েছেন, মৃত করোনা পজিটিভ যাত্রীর স্যাম্পল পরীক্ষায় পাঠানো হয়েছিল, যার রিপোর্ট পজিটিভ আসে। ৪৫ বছরের ওই ব্যক্তিকে সুধীর বলে শনাক্ত করা হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় কেরালার কোঝিকোড়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা ৷ অবতরণের সময় রানওয়েতে পিছলে গিয়ে খাদে পড়ে দু’টুকরো হয়ে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি ৷
এয়ার ইন্ডিয়া বিমানটি দুবাই থেকে কোঝিকোড় (কালিকট)-এর উদ্দেশে শুক্রবার বিকেলে ১৮৪ জন যাত্রী ও ৭ জন বিমানকর্মীসহ মোট ১৯১ জনকে নিয়ে রওনা দেয়। দুর্ঘটনায় এখনও পর্যন্ত পাইলটসহ ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ আহতের সংখ্যা ১২০। সূত্রঃ নিউজ ১৮
/এন এইচ