বিশ্বজুড়ে

ভারতের উত্তর প্রদেশে গুলি চালানোর কথা স্বীকার পুলিশের

ঢাকা অর্থনীতি ডেস্কঃ প্রথমবারের মতো নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে চলমান বিক্ষোভে গুলি চালানোর কথা স্বীকার করেছে ভারতের উত্তর প্রদেশের পুলিশ। আত্মরক্ষার্থে বিক্ষোভকারীদের গুলি চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

গুলি চালানোর বিষয়টি শুরু থেকে অস্বীকার করে আসলেও শেষ পর্যন্ত তা স্বীকার করেছে উত্তর প্রদেশ সরকার। এখন পর্যন্ত উত্তর প্রদেশে ১৫ জন নিহত হয়েছেন। পুলিশের দাবি ছিলো বিক্ষোভকারীদেরকে লক্ষ্য করে কোন গুলি চালানো হয়নি।

গত শুক্রবার (২০ ডিসেম্বর) বিজনরে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে সুলেমান নামে এক যুবকের মৃত্যু হয়। তার মৃত্যুর পরপরই আত্মরক্ষার্থে গুলি চালানোর বিষয়টি স্বীকার করলো উত্তর প্রদেশর পুলিশ।

উল্লেখ্য, গত ১২ই ডিসেম্বর ভারতের নাগরিকত্ব আইন সংশোধনের পর থেকেই দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। এসব বিক্ষোভে সহিংসতায় অন্তত ২২ জন নিহত হয়েছেন।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close