দেশজুড়েপ্রধান শিরোনাম

ভারতীয় ব্যবসায়ীর মৃত্যু, আমদানি-রপ্তানি বন্ধ

ঢাকা অর্থনীতি ডেস্ক: ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং অ্যাসোসিয়েশনের সদস্য প্রদীপ সোহানের মৃত্যুতে হিলি স্থলবন্দরে আধা বেলা বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল থেকে আধা বেলা স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং অ্যাসোসিয়েশনের সদস্য প্রদীপ সোহান গতকাল বুধবার (১ ডিসেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতে নিজ বাড়িতে মারা যান।

তার শেষকৃত্য পালনের জন্য ভারতীয় ব্যবসায়ী সংগঠন আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানান। আর এ কারণে আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে দুপুরের পর থেকে আমদানি-রপ্তানি পুনরায় চালু হওয়ার কথা রয়েছে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close