বিশ্বজুড়ে

ভারতীয় অর্থনীতির করুন দশা: ছয় বছরে সর্বনিম্ন জিডিপি

ঢাকা অর্থনীতি ডেস্ক: গত ৬ বছরের মধ্যে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি তলানিতে এসে ঠেকেছে, অন্তত সরকারের দেওয়া পরিসংখ্যান সেই সঙ্কটের কথাই তুলে ধরেছে।

দেশের মোট দেশজ উৎপাদনের বৃদ্ধি চলতি অর্থবছরের (২০১৯ – ২০) প্রথম ত্রৈমাসিকে ৫ শতাংশে নেমে দাঁড়িয়েছে। জানুয়ারি থেকে মার্চ, তার আগের ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার ছিল যেখানে ৫.৮ শতাংশ, সেখানে সেই হার আরও কমল এবারে।

অথচ এক বছর আগে ২০১৮ সালের ৩০ জুন আর্থিক বৃদ্ধির হার ছিল ৮ শতাংশ।

এর আগে, ২০১৩ সালের মার্চ মাসে আর্থিক বৃদ্ধির হার ৪.৩ শতাংশে গিয়ে ঠেকেছিল। তারপর এই প্রথম আর্থিক বৃদ্ধির হার এতখানি নেমে গেল। দেশের গাড়ি শিল্প ও বিস্কুট শিল্পতে মন্দা এবং সেক্টর জুড়ে লক্ষ লক্ষ মানুষের কাজ হারানোর ঘটনাই দেশের অর্থনৈতিক বৃদ্ধির হারকে প্রভাবিত করেছে, মনে করছেন বিশ্লেষকরা । -এনডিটিভি

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close