বিশ্বজুড়ে
ভারতকে অ্যাকাউন্টের তথ্য দিল সুইস ব্যাংক
ঢাকা অর্থনীতি ডেস্কঃ শুরুর দিকে যেসব ভারতীয় নাগরিক সুইস ব্যাংকে অর্থ গচ্ছিত রেখেছিলেন তাদের প্রথম তালিকা ইতোমধ্যে ভারত সরকারের হাতে তুলে দেয়া হয়েছে। ভারত সরকারের কাছে তথ্য হস্তান্তরের বিষয়টি গণমাধ্যমে জানিয়েছে সুইজারল্যান্ড।
এই বিষয়ে মঙ্গলবার (৮ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ প্রকাশিত এক খবরে বলা হয়েছে, অটোমেটিক এক্সচেঞ্জ অব ইনফরমেশন (এইওআই) কর্মসূচির আওতায় যেসব ভারতীয় নাগরিকের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেগুলোর আর্থিক তথ্য ভারত সরকারকে দেয়া হচ্ছে। ইতোমধ্যে প্রথমদিকের অ্যাকাউন্টগুলোর তথ্য দেওয়া হয়েছে।
২০১৮ সালে সুইস ব্যাংকে ভারতীয়দের বেশ কিছু অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। এই প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া সেসব অ্যাকাউন্টের তথ্যও ভারতের ক্ষমতাসীন সরকারকে দেয়া হবে।
উল্লেখ্য, রিপোর্টিং স্ট্যান্ডার্ড সিস্টেমের আওতায় বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সুইস ব্যাংকের তথ্য আদান-প্রদানের ব্যবস্থা চালু রয়েছে। এই পদ্ধতি চালু করেছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট।
/আরকে