দেশজুড়েপ্রধান শিরোনাম

ভাঙারি কারখানায় বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৬

ঢাকা অর্থনীতি ডেস্ক: রাজধানীর তুরাগ কামারপাড়া ভাঙারি কারখানায় বিস্ফোরণে ৮ জন দগ্ধের ঘটনায় আল আমিন (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় ৬ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (৯ আগস্ট) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

এর আগে, গত শনিবার (৬ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে তুরাগ কামারপাড়া রাজাবাড়ি পুকুরপাড় এলাকায় গাজী মাজহারুলের রিকশার গ্যারেজের ভেতরে গড়ে তোলা ভাঙারির কারখানায় এই বিস্ফোরণ ঘটে। এতে শনিবার দিবাগত রাতেই মারা যায় দগ্ধ আলম, গাজী মাজহারুল ইসলাম, নুর হোসেন। আর রোববার দিবাগত রাতে মারা যায় মিজানুর। সোমবার রাতে মারা যায় রিকশাচালক মাসুম মিয়া ও মঙ্গলবার সকালে মারা গেলেন আল আমিন।

ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। এই ঘটনায় বাকি ২ জন এখনও চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

দগ্ধ বাকি ২ জন হলেন- রিকশাচালক শাহীন (২৫) ও শফিকুল ইসলাম (৩০)।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close