দেশজুড়ে
বড় ব্যবধানে পরাজিত করে চেয়ারম্যান পদে জয়ী তৃতীয় লিঙ্গের ঋতু
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আনারস প্রতীকের তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঋতু জয় লাভ করেছেন।
রোববার (২৮ নভেম্বর) নির্বাচনে নৌকা প্রতীকের নজরুল ইসলাম ছানা ও হাতপাখা প্রতীকের মাহবুবুর রহমানকে বড় ব্যবধানে পরাজিত করে চেয়ারম্যান পদে জয়ী হন তিনি।
উপজেলা নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে জানা যায়, নজরুল ইসলাম ঋতু ৯ হাজার ৫৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার কাছের প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম ছানা পেয়েছেন ৪ হাজার ৫১৭ ভোট।
বিজয়ী চেয়ারম্যান ঋতু উপজেলার ত্রিলোজরনপুর ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের সন্তান। তার আরও তিন ভাই ও তিন বোন রয়েছে। তিন ভাই ঢাকায় থাকেন এবং বোনদের বিয়ে হয়ে গেছে।
বিজয়ের পর ঋতু বলেন, সত্যি কথা বলতে নির্বাচন কী তা বুঝিনি। এলাকার মানুষ আমাকে ভালোবেসে ভোটে চেয়ারম্যান পদে দাঁড় করিয়েছিল। আমার বাবা মারা যাওয়ার আগে বলেছিল দেশের মানুষের জন্য কিছু করতে। তার কথামতো এলাকার মানুষের পাশে থেকে তাদের উপকারে আসার চেষ্টা করি। তাই এলাকার সাধারণ মানুষের কল্যাণের কথা ভেবে আমি নির্বাচনে আসি। এ জয় ত্রিলোচনপুর ইউনিয়নবাসীর। প্রতিটি মানুষের কাছে আমি ঋণী। কাজের মাধ্যমে মানুষের ঋণ পরিশোধ করার চেষ্টা করব।
উল্লেখ্য, এর আগে পার্শ্ববর্তী উপজেলা কোটচাঁদপুরের তৃতীয় লিঙ্গের সদস্য পিংকি খাতুন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তিনি দেশের তৃতীয় লিঙ্গের প্রথম জনপ্রতিনিধি হিসেবে স্বীকৃতি পান।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ত্রিলোচরনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নজরুল ইসলাম ঋতু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই উপজেলায় এবারই প্রথম একজন তৃতীয় লিঙ্গের মানুষ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তিনি আরও জানান, ১১টি ইউনিয়নে ১ লাখ ৮৭ হাজার ৮২৫ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৩৭৪ জন এবং নারী ভোটার ৯২ হাজার ৪৫১ জন। ইউপি চেয়ারম্যান পদে ২৯ জন, পুরুষ সদস্য পদে ৩১৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ ছাড়া কালীগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নে ইতোমধ্যে তিনজন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
/এন এইচ