বিনোদন

বড় ক্ষতির মুখে আলিয়া, চেষ্টা চলছে সেলফ ডিফেন্সের

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অনাকাঙ্খিত মৃত্যুর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রোষের মুখে পড়েছেন অভিনেত্রী আলিয়া ভাট এবং প্রযোজক-পরিচালক কারান জোহর। দিন দিন অনলাইনে যেভাবে রোষানল বেড়ে চলছিল তাতে আলিয়ার “ইমেজ” সঙ্কটে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছিল।

সম্প্রতি বলিউডে গুঞ্জন উঠেছে, ইতোমধ্যে বেশ কয়েকটি ব্র্যান্ড চুক্তি হাতছাড়া হয়েছে আলিয়ার। এর ওপর নির্ভর করে তারকাদের সম্মান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ফলোয়ার সংখ্যা। সুশান্তের ঘটনার জেরে ফলোয়ার কমেছে আলিয়ার।

তবে আরও একটি ঘটনা রয়েছে। রিয়া চক্রবর্তীর সঙ্গে মহেশ ভাটের নাম জড়ানোয় বেশ বিপাকে ভাট পরিবার। তার সঙ্গে যুক্ত হয়েছে ‘‘সড়ক টু’’ ছবির চরম ব্যর্থতা। সব মিলিয়ে সময়টা যে ভাল যাচ্ছে না, ঠিকই বুঝতে পারছেন বুদ্ধিমান আলিয়া।

বলিউড সূত্রের বরাত দিয়ে একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আলিয়া নিজেই ব্র্যান্ডের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে গোপনে বৈঠক করেছেন।

বিশেষজ্ঞদের মতে, এটাকে আলিয়ার ‘‘সেলফ-ডিফেন্স’’ পদক্ষেপ বলা যায়।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close