খেলাধুলাপ্রধান শিরোনাম
ব্রেমেরের জালে ১২ গোলে বিশাল জয় বায়ার্ন মিউনিখের
ঢাকা অর্থনীতি ডেস্ক: ডিএফবি পোক্যালে ব্রেমের এসভি ও বায়ার্ন মিউনিখের খেলায় কোন ভাবেই পারার কথা নয় ব্রেমের এসভি’র। তবে হুলিয়ান ন্যাগেলম্যান-এর বায়ার্নের আগুনে ব্রেমের পুড়ে ছারখার হবে সেটাও ছিলো ভাববার বাইরে। বড় ব্যবধানে জয়ের সম্ভাবনা ছিলো বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের। তাই বলে ১২-০ ব্যবধানে!
বুধবার (২৬ আগস্ট) রাতে বায়ার্ন মিউনিখ এভাবেই জয় তুলে নিয়েছে। ম্যাচের ৮ মিনিটে প্রথম লিড নেয় বায়ার্ন। খুলে যাওয়া ব্রেমেরের জালে প্রথমার্ধে জড়িয়ে দেয় আরও চার গোল। প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন বায়ার্ন স্ট্রাইকার চপো মোটিং।
শুরুর গোলের পর ২৮ ও ৩৫ মিনিটে গোল করেন তিনি। এছাড়া প্রথমার্ধে ১৬ মিনিটে মুসাইলা ও ২৭ মিনিটে আত্মঘাতী গোল দেন ওয়ার্ম। দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর রূপ নেয় বায়ার্ন। ব্রেমেরের জালে জড়িয়ে দেয় সাত গোল।
দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে টিলম্যান গোল করেন। ৪৮ মিনিটে গোল করেন মুসাইলা। এরপর ৬৫ মিনিটে ৮-০ গোলের লিড নেয় বায়ার্ন। শেষ পর্যন্ত ৮৮ মিনিটে দলের লিড ১২-০ গোলে লিড নেয়। দলের হয়ে চার গোল করেন চপো মোটিং। ১৯৯৭ সালের পরে সব প্রতিযোগিতা মিলিয়ে এটাই বায়ার্নের সবচেয়ে বড় জয়।
/ আর এইচ এস