দেশজুড়েপ্রধান শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় বিস্কুট-ডিম খাওয়ায় শিশুকে রড দিয়ে পেটাল বেকারি মালিক
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্কুট ও ডিম খাওয়ার অপরাধে জুনাইদ নামে এক শিশু শ্রমিককে লোহার রড দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে বেকারি মালিক ও মিস্ত্রির বিরুদ্ধে। তিনদিন আগে ঘটনাটি ঘটেছে আখাউড়া পৌর শহরের নারায়ণপুরের ইসলামিয়া বেকারিতে। মঙ্গলবার নির্যাতনের শিকার শিশুর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। খবর পেয়ে ওই বেকারিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
নির্যাতনের শিকার জুনাইদ বলে, বেশ কিছুদিন ধরে এই বেকারিতে কাজ করছি। তিনদিন আগে একটি বিস্কুট ও একটি ডিম খেয়েছিলাম। এ কারণে বেকারির মিস্ত্রি সাবু ও মালিক বায়জিদ আমাকে লোহার রড দিয়ে পিটিয়েছে। পেটের দায়ে শরীরে জখম নিয়েই কাজ করতে হয়েছে আমাকে।
জুনাইদ আরো বলে, তিন মাসে ধরে আমি এমন নির্যাতনের শিকার হচ্ছি। প্রতিবাদ করলে আমাকে বেকারির চুলায় ফেলে দিয়ে পুড়িয়ে মারার হুমকি দিয়েছে মালিক। তাই ভয়ে কাউকে কিছু বলিনি।
বেকারির রাঁধুনি নাজমা বেগম বলেন, প্রায়ই জুনাইদসহ বেকারির অন্য শিশু শ্রমিকদের ওপর অমানসিক নির্যাতন করা হয়। বিষয়টি আমি
মালিক বায়েজিদকে বেশ কয়েকবার জানিয়েছি কিন্তু আমার কথা তিনি আমলে নেননি।
অভিযুক্ত ইসলামিয়া বেকারির মালিক বায়েজিদ আহাম্মদ বলেন, ওই শিশুকে আমি মারিনি। মিস্ত্রি সাবু মেরেছে। আমি পরে বিষয়টি শুনেছি।
এদিকে সোশ্যাল মিডিয়ায় নির্যাতিত শিশুর ছবি ও সংবাদ দেখে আখাউড়ার ইউএনও মোহাম্মদ নূর-ই আলম ও থানার ওসি রসুল আহাম্মেদ নিজামী ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বানানোর দায়ে বেকারির মালিককে ১০ হাজার টাকা
জরিমানা করে বেকারিটি সিলগালা করে দেন। ওই সময় মালিক বায়েজিদসহ অন্যদের থানায় নিয়ে যাওয়া হয়।
ইউএনও মোহাম্মদ নূর-ই আলম জানান, শিশু শ্রমিক দিয়ে কাজ করানোর অপরাধে পরর্বর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বেকারি বন্ধ রাখতে বলা হয়েছে। নির্যাতনের ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
/এন এইচ