দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩

ঢাকা অর্থনীতিে ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ায় তিন মাদক পাচারকারীকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। র‍্যাব জানায়, আটককৃতদের থেকে ৩৫ কেজি গাঁজা ও ৪৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার আতকাপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে মো. রাসেল মিয়া (৩৫), রাউতখলা এলাকার মৃত আব্দুল হাসেমের ছেলে মো. আল-আমিন (২৪) ও চান্দঁখলা এলাকার মৃত হারুন মিয়ার ছেলে মো. জুনায়েদ হোসেন (২৩)।

অভিযান সম্পর্কে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দীন মো. জোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেটকারকে আটক করে তল্লাশি করা হয়।

এ সময় প্রাইভেটকারের ভেতরে অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজা ও ৪৪০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা ও ইয়াবা দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করত বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়।

Related Articles

Leave a Reply

Close
Close