দেশজুড়েপ্রধান শিরোনামব্যাংক-বীমা

ব্যাংকের ১৪৬ কোটি টাকা নিয়ে গায়েব

ঢাকা অর্থনীতি ডেস্কঃ লিজেন্ড হোল্ডিং নামের এক জাহাজভাঙা কারখানার মালিক সৈয়দ মোহাম্মদ আবদুল হাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অভিযোগ করা হয় তিনি সাউথইস্ট ব্যাংক থেকে ১৪৬ কোটি টাকা ঋণ নিয়ে পালিয়ে গেছেন।

কারখানাটি চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ ঘোড়ামরা এলাকার সাগর উপকূলে।

আজ শুক্রবার ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ গোলাম আজম ফারুক বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৪ সালের ১৬ নভেম্বর ব্যাংকটির প্রধান কার্যালয় (প্রিন্সিপাল শাখা) থেকে জাহাজ আমদানির জন্য ৪৩ কোটি টাকার ঋণপত্র ও ৩৯ কোটি টাকা টার্ম ঋণসহ সর্বমোট ৮২ কোটি টাকার ঋণ নেন সৈয়দ মোহাম্মদ আবদুল হাই। নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ না করায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সুদে-আসলে তা ১৪৬ কোটি ২৩ লাখ ৩৯ হাজার ৩০৯ টাকায় দাঁড়ায়। গত বুধবার ওই জাহাজভাঙা কারখানায় যান ব্যাংকের প্রতিনিধিরা। কারখানায় কোনো মালামাল ও লোকজন না দেখে ব্যাংকটি মামলা করে।

জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশীদ বলেন, ব্যাংকের টাকা নিয়ে ওই ব্যক্তি গাঁ ঢাকা দিয়েছে। আগামীকাল শনিবারের মধ্যে তাঁর অবস্থান জানা যাবে সে দেশে আছে নাকি বিদেশে পালিয়েছে। তাঁকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চালানো হবে বলে জানান তিনি।

#এমএস

Related Articles

Leave a Reply

Close
Close