প্রধান শিরোনামব্যাংক-বীমাশিল্প-বানিজ্য

ব্যাংকের সকল লেনদেন বন্ধ থাকবে মঙ্গলবার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ব্যাংক হলিডে’র কারণে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। পাশাপাশি বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেন। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এদিন ব্যাংক খোলা থাকলেও কোনো ধরনের লেনদেন হবে না। তবে এ সময় গ্রাহকরা কার্ডের মাধ্যমে সীমার মধ্যে টাকা উত্তোলন করতে পারবেন।

সংশ্লিষ্টরা জানান, ব্যাংকগুলো ৩১ ডিসেম্বর পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে। এদিন বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব এক করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। যে কারণে এ দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়।

এছাড়া ১ জুলাইও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়। ওই দিন ব্যাংকগুলোতে অর্ধবার্ষিক প্রতিবেদন করা হয়। এদিন বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাফতরিক কার্যক্রম করে না।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close