খেলাধুলা

ব্যর্থতার ব্যাখ্যা দিলেন ক্রিকেটার-নির্বাচকরা

ঢাকা অর্থনীতি ডেস্ক: ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে হতশ্রী পারফর্ম করেছে বাংলাদেশ। এর জেরে ক্রিকেট বোর্ড তদন্ত কমিটিও গঠন করে। সেই কমিটির কাছে নিজেদের হতশ্রী পারফরমেন্সের ব্যাখা দিয়েছেন ক্রিকেটাররা।

রোববার বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত বিসিবির অফিসে শুরুতেই আসেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। এরপর সেখানে উপস্থিত হন নির্বাচক হাবিবুল বাশার সুমন। পরে একে একে সেখানে হাজির হন ক্রিকেটাররা।

শুরুতে পেসার মোস্তাফিজুর রহমান কমিটির কাছে তার ব্যাখ্যা দেন। সন্ধ্যায় আসেন ওপেনার লিটন দাস। ধাপে ধাপে কোচ, অধিনায়ক সবার কাছ থেকেই জবাব চাইবে বিসিবি গঠিত এ তদন্ত কমিটি।

কমিটির আহ্বায়ক ও বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজ, সদস্য মাহবুব আনাম ও আকরাম খানের কাছে ব্যাখ্যা দেন ক্রিকেটার-নির্বাচকরা। এ সময় বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। তবে ব্যাখ্যার বিষয়ে কোনো পক্ষই মন্তব্য করেনি।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close