শিল্প-বানিজ্যশেয়ার বাজার

ব্যবসা কমেছে বাটা জুতার

ঢাকা অর্থনীতি ডেস্ক: বাটা সু কোম্পানি ( বাংলাদেশ) লিমিটেড এর হোলসেল ডিস্ট্রিবিউটরদের কাছে পাওনা টাকার পরিমাণ বেড়ে যাওয়ায় বাকিতে পণ্য সরবরাহ কমিয়ে দিয়েছে। ফলে কোম্পানির বিক্রি ও মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে। চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির বিক্রি আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৯৪ শতাংশ ও কর-পরবর্তী মুনাফা ৬০ দশমিক ৮৯ শতাংশ কমেছে। বিক্রি ও মুনাফা কমার কারণে এ বছর কোম্পানিটির অন্তর্বর্তী লভ্যাংশের পরিমাণও কমেছে।

বাটা সুর কর্মকর্তারা বলছেন, হোলসেল ডিস্ট্রিবিউটরদের কাছে কোম্পানির পাওনার পরিমাণ অনেক বেড়ে গিয়েছিল। বেশকিছু ডিস্ট্রিবিউটর দীর্ঘদিন ধরে পাওনা পরিশোধ করছে না। তাই এ ধরনের প্রবণতা নিয়ন্ত্রণের জন্য কোম্পানি বাকিতে পণ্য সরবরাহ কমিয়ে দিয়েছে। যেসব ডিস্ট্রিবিউটর পাওনা টাকা পরিশোধ করছে, তাদের নতুন করে পণ্য সরবরাহ করা হচ্ছে। আর যারা খেলাপি হয়ে পড়েছে, তাদের কাছে পাওনা পরিশোধের আগ পর্যন্ত পণ্য সরবরাহ করা হচ্ছে না। এ কারণে সাময়িকভাবে কোম্পানির বিক্রি কমে গেছে। চলতি বছর কোম্পানির মোট বিক্রির ২০ শতাংশ এসেছে হোলসেল ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে, যেখানে এর আগের বছর তা ছিল ৩৩ শতাংশ। এরই মধ্যে ডিস্ট্রিবিউটরদের কাছে কোম্পানির পাওনার পরিমাণ কমে এসেছে। ফলে আগামী বছরই কোম্পানির বিক্রি ও মুনাফায় ইতিবাচক প্রভাব দেখা যাবে বলে জানিয়েছেন তারা।

Related Articles

Leave a Reply

Close
Close