প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

ব্যতিক্রমী উদ্যোগ; সাভারে বিনা খরচে এক মিনিটের ঈদ বাজার !

নিজস্ব প্রতিবেদক: বিনা খরচে এক মিনিটের ঈদ বাজার! করোনা মহামারীতে কর্মহীন অসহায় ও দুস্থ মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সাভারে এমন ব্যতিক্রমী ঈদ বাজার চালু করা করেছেন এক ইউপি চেয়ারম্যান।

মঙ্গলবার সাকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের সামনে ৩ দিন ব্যাপী বিনা মুল্যে এ ঈদ বাজারের উদ্বোবধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরের উদ্যোগে এ ঈদ বাজার আজ থেকে চলবে আগমী তিন দিন।

এক মিনিটের ঈদ বাজার নামে অস্থায়ী বিভিন্ন স্টল থেকে শিশুকিশোর সহ নানা বয়সী মানুষরা বিনামূল্যে সংগ্রহ করছেন ঈদের নতুন জামা কাপড়। বৃদ্ধরাও শার্ট শাড়ি লুঙ্গি,জুতাসহ পাচ্ছেন খাদ্য সামগ্রী সেখানে।

এসময় ইউপি চেয়ারম্যান জানান, করোনা ভাইরাসের কারণে মানুষের হাতে অর্থ নেই। তাদের খাবার দেবার পাশাপাশি মুখে হাসি তুলে দেওয়ার জন্য বিনামূল্যে ঈদের নতুন জামা কাপড় তুলে দেবার জন্য এই আয়োজন।

বিনামূলে ঈদের জামা কাপড় পেয়ে খুশী সমাজের নানা বয়সী অসহায়রা।প্রথম দিন ৫শত পরিবার মাঝে নতুন জামা কাপড় দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Close
Close