প্রধান শিরোনামশিল্প-বানিজ্য

বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে, কমলো খোলা তেল

ঢাকা অর্থনীতি ডেস্ক: বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বেড়েছে। আর খোলা তেলের দাম লিটারপ্রতি ২ টাকা কমলো।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে ভোজ্যতেলের নতুন দর নির্ধারণের বিষয়ের তথ্য জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনও এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত মিলগেটে (পাইকারি বিক্রেতারা যে দামে কিনবেন) এখন থেকে কার্যকর হবে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। আর বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজারে মজুদকৃত পূর্বের সর্বোচ্চ খুচরা মূল্য সম্বলিত ভোজ্যতেল পূর্বের মূল্যেই বিক্রয় হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত তেলের দাম ১৬৩ টাকা থেকে বেড়ে ১৬৭ টাকায় দাঁড়িয়েছে। ৫ লিটার বোতলজাত তেলের দাম ৮০০ টাকা থেকে বেড়ে দাঁড়ালো ৮১৮ টাকায়। আর প্রতি লিটার খোলা তেলের দাম ১৪৯ টাকা থেকে কমে ১৪৭ টাকা হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা বাড়ানোর ঘোষণা দেন মিল মালিকেরা। তবে, সয়াবিন তেলের দাম বাড়ার সুযোগ নেই বলে জানান আহসানুল ইসলাম টিটু। এর দুই দিনের মাথায় এবার নতুন সিদ্ধান্ত এলো।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close