বিশ্বজুড়ে

বৈরী আবহাওয়া কেড়ে নিল দুই মেজরের প্রাণ

ঢাকা অর্থনীতি ডেস্ক: পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ-কাশ্মীরে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।

বৈরি আবহাওয়ায় স্থানীয় সময় সোমবার (৬ ডিসেম্বর) সিয়াচেন হিমবাহে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

নিহত দুই পাইলট হলেন মেজর ইরফান বের্চা ও মেজর রাজা জিশান জাহানজেব।

বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার পরপরই সিয়াচেনে উদ্ধারকারী হেলিকপ্টার ও সেনা পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার বিস্তারিত জানা যায়নি।

নিহত দুই পাইলটই মেজর পদমর্যাদার। এর আগেও সিয়াচেনে বেশ কয়েকবার হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে।

সিয়াচেন দুর্ঘটনার জন্য পরিচিত। তীব্র ঠান্ডা কিংবা হিমবাহ ধস, অথবা তুষারপাতে জনশূন্য এ অঞ্চলটিতে প্রায়ই সেনা সদস্যদের প্রাণহানি ঘটে।

উল্লেক্ষ্য, ১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর কাশ্মির ইস্যুতে তিনবার যুদ্ধে জড়িয়েছে ভারত ও পাকিস্তান।

Related Articles

Leave a Reply

Close
Close