তথ্যপ্রযুক্তিশিল্প-বানিজ্য

বৈদ্যুতিক গাড়ি নির্মাণ করবে জাগুয়ার-ল্যান্ড রোভার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ব্রিটেনের গাড়িনির্মাতা প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভার দেশটিতে বৈদ্যুতিক গাড়ি নির্মাণে বড় বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। ব্রেক্সিট-পরবর্তী সময়ে দেশটিতে কয়েক হাজার কর্মসংস্থান নিশ্চিত করতে গত শুক্রবার (৫ জুলাই) এ ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম শহর বামিংহামে বৈদ্যুতিক গাড়িতে ১০০ কোটি পাউন্ড বা ১৩০ কোটি ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।

ক্যাসেল ব্রমহুইজের কারখানায় বর্তমানে দুই হাজার ৫০০ কর্মী কাজ করছে। এখানেই বৈদ্যুতিক গাড়ির প্রথম উৎপাদন লাইন করা হবে। পরবর্তী প্রজন্মের জাগুয়ার এক্সজে লাক্সারি স্যালুন মডেলের গাড়িগুলো এ কারখানায় প্রস্তুত করা হবে।

বর্তমানে গাড়িশিল্প বৈদ্যুতিক যানবাহনের উন্নয়নে আগ্রহী হয়ে উঠেছে। চলমান এ ধারার সঙ্গে খাপ খাওয়াতে ইলেকট্রনিক ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগের ওপরই জোরারোপ করবে জাগুয়ার। এদিকে স্থানীয় প্রকৌশলীর ঘাটতি থাকায় ব্রিটেনের বাইরে থেকে কর্মী নিয়োগ দিতে হবে ভারতীয় মালিকানাধীন জাগুয়ারকে। তবে আসন্ন নিয়োগের ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি জাগুয়ার।

Related Articles

Leave a Reply

Close
Close