দেশজুড়ে
বোদায় নৌকাডুবি; মৃতের সংখ্যা বেড়ে ৫৯-এ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯-এ দাঁড়িয়েছে। মঙ্গলবার সকালে ও সোমবার রাতে ঘটনার তৃতীয় দিনের শুরুতে আরো ৯ পুণ্যার্থীর মরদেহ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ৩৫ জন।
এ তথ্য নিশ্চিত করেছেন বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরানুজ্জামান।
এর আগে সোমবার রাত ৮টা পর্যন্ত অর্ধশত মরদেহ উদ্ধারের পর উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরে রাতেই দিনাজপুরের বীরগঞ্জে দুই নারীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরুর পর আউলিয়ার ঘাট এলাকা থেকে এক নারী ও দুই পুরুষের মরদেহ উদ্ধার করে উদ্ধারকারী দল। এ ছাড়া দেবীগঞ্জ থেকে উদ্ধার করা হয় আরও চার জনের মরদেহ। এ নিয়ে উদ্ধার করা মরদেহের সংখ্যা দাঁড়ালো ৫৯ জনে। যার মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোলেমান আলী বলেন, ‘এখন পর্যন্ত উদ্ধার মরদেহের মধ্যে ৫৫ জনকে শনাক্ত করা হয়েছে। বাকি চার জনকে শনাক্ত করা হয়নি। কিছুক্ষণ পরপর মরদেহ উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে। শনাক্তের পর আমরা তা তালিকাভুক্ত করছি।’
প্রসঙ্গত, রোববার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।
/এন এইচ