কৃষিশিল্প-বানিজ্য

বেশি দামে পিয়াজ বিক্রি করায় ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় খুলনার বড় বাজারে মো. হযরত আলী নামের এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুপুরে বড় বাজারে এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মিজানুর রহমান। তিনি বলেন, গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামের পেঁয়াজের ব্যাপারী হযরত আলী খুলনার বড় বাজারের সোহেল ট্রেডার্স নামের একটি দোকানে ১৯৭ বস্তা পেঁয়াজ নিয়ে আসেন। পেঁয়াজের ক্রয়মূল্য ছিল ১৫৬ টাকা। ট্রাক ভাড়া, আনুষঙ্গিক খরচ মিলে প্রতি কেজির মূল্য দাঁড়ায় ১৭৬ টাকা। কিন্তু পেঁয়াজের বিক্রেতা প্রতি কেজি পেঁয়াজ ২১০ থেকে ২২০ টাকা দরে পাইকারি বিক্রি করছিলেন।

অভিযোগটি প্রমাণিত হওয়ায় তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে তাঁরা পরিশোধ করেছেন।

Related Articles

Leave a Reply

Close
Close