দেশজুড়ে
বেশি জমি উদ্ধারে ডিসিদের পুরস্কৃত করা হবে: ভূমিমন্ত্রী
ঢাকা অর্থনীতি ডেস্কঃ যে জেলা প্রশাসক বেশি সরকারি জমি উদ্ধার করতে পারবেন, তাকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
বুধবার (১৭ জুলাই) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ দিনের পঞ্চম কার্যঅধিবেশনে ডিসিদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।
ভূমিমন্ত্রী বলেন, সরকারি জমি উদ্ধারে আন্তরিক প্রচেষ্টা চালানো হচ্ছে। ডিসিদেরও নির্দেশ দেয়া হয়েছে। এ ক্ষেত্রে যে জেলা প্রশাসক বেশি সরকারি জমি উদ্ধার করতে পারবেন, তাকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।
তিনি বলেন, জমি অধিগ্রহণের ক্ষেত্রে বেশি সমস্যাটা হয়। বিশেষ করে জমির পাওনা পরিশোধে, এক্ষেত্রে অধিগ্রহণকৃত জমির মামলা চললে তা সেভাবেই চলবে। তবে ৭ এবং ৮ ধারায় যদি নোটিশ করা হয়, তাহলে দাবিদারদের পাওনা পরিশোধ করতে হবে।
মন্ত্রী বলেন, সরকারের মূল উদ্দেশ্য হলো জনগণকে সেবা দেয়া। আর এ জন্য মাঠপর্যায়ে ডিসিদের বেশি বেশি পরিদর্শনের নির্দেশ দেয়া হয়েছে। অনেক জেলায় রেকর্ড রুম নেই, সেখানে তা করা হচ্ছে। এছাড়া ভূমি ব্যবস্থাপনার ডিজিটাইজেশনের প্রক্রিয়া চলমান রয়েছে।