ভ্রমন
বেলুনের ভিতরে বসে ঘুরে বেড়ানো যাবে সমুদ্রের তলদেশ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ টোকিওর একটি কোম্পানি পর্যটকদের এক নতুন ধরনের অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ করে দেয়ার পরিকল্পনা করেছে যেখানে একটি নিমজ্জিত ক্যাপসুলের ভিতরে বসে সমুদ্রের তলদেশে ঘুরে বেড়ানো যাবে।
এই তথাকথিত “সমুদ্র বেলুন”এর যাত্রীরা খাবার খেতে খেতে সমুদ্রের তলদেশের ৩৬০ ডিগ্রির দৃশ্যাবলোকন উপভোগ করতে পারবেন।
এই উদ্যোগী কোম্পানি, ওশান স্পাইরাল জাপানের নেতৃস্থানীয় ভ্রমণ এজেন্সি, জেটিবি’সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে কাজ করছে।
ভ্রমণকারীরা প্রথমে একটি জাহাজে আরোহণ করবেন। তারপর সেখান থেকে একটি অ্যাক্রিলিক ক্যাপসুলের মধ্যে প্রবেশ করবেন। এর সাথে ওজন বেঁধে এটিকে সমুদ্রে ছেড়ে দেয়া হবে। জাহাজটি পরে একটি তারের সাহায্যে এটিকে টেনে তুলবে।
এক একটি ক্যাপসুলে সর্বোচ্চ ৫ ব্যক্তি ১০০ মিটার পর্যন্ত সমুদ্র-গভীরতার বিস্ময়কর জগতের সাথে পরিচিত হতে পারবেন। প্রতিবারের ভ্রমণের স্থায়িত্বকাল হবে প্রায় ৩০ মিনিটের মত।
ওশান স্পাইরাল জানাচ্ছে, যাত্রীদের কোন বিশেষ প্রশিক্ষণ বা অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন পড়বে না। জাপান এবং অন্যান্য দেশে এই সেবা ২০২১ সাল থেকে প্রদান করার পরিকল্পনা করা হয়েছে।