দেশজুড়ে

বেপরোয়া গতির প্রাইভেটকারের চাপায় ১৪ পথচারী আহত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বেপরোয়ার গতির একটি প্রাইভেটকারের চাপায় ১৪ পথচারী আহত হয়েছেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক জানান, কুর্মিটোলা হাসপাতালের সামনে বাসের জন্য দাঁড়িয়ে থাকা কয়েকজন পথচারীকে চাপা দেয় একটি প্রাইভেটকার। এতে ঘটনাস্থলেই আট জন আহত হয়। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় চালকসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

ক্যান্টনম্যান্ট থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুর রহমান জানান, এখন পর্যন্ত আমরা ১৪ জন আহতের খবর পেয়েছি। তাদের মধ্যে ৬ জনের অবস্থা খুব গুরুতর। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close