দেশজুড়েভ্রমন

বেনাপোল ইমিগ্রেশনে যাত্রীদের জন্য ট্রলি ব্যবস্থার উদ্বোধন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ আগামীতে বেনাপোল ইমিগ্রেশনকে আরও আধুনিক করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

রোববার (০৭ জুলাই) দুপুরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে পাসপোর্ট যাত্রীদের ট্রলি ব্যবস্থার উদ্বোধন, বন্দরের লিংক রোডে সব ধরনের পণ্য উন্মুক্তকরণ, ল্যাব ও চেয়ারম্যান সড়ক উদ্বোধনসহ প্যাসেঞ্জার টার্মিনাল ও কাস্টম হাউজ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, এবারের বাজেট বিনিয়োগ বান্ধব ও ব্যবসা বান্ধব হয়েছে। দেশে যাতে বিনিয়োগ বেশি হয় সেজন্য ডিউটি অ্যাডজাস্ট করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বাড়ানো ও কমানো হয়েছে। দেশে বিনিয়োগ হলে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে।

এসময় উপস্থিত ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের মেম্বার অ্যাডমিন খন্দরকার আমিনুর রহমান, প্রথম সচিব মো. গিয়াস কামাল চৌধুরী, বেনাপোল বন্দরের পরিচালক প্রদোষ কান্তি দাস, বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী, যশোর ভ্যাট কাস্টম হাউজের কমিশনার শওকত হোসেনসহ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Close
Close