দেশজুড়ে
বেনাপোলে সাড়ে ১২ কোটি টাকার ভায়াগ্রা পাউডার জব্দ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ মিথ্যা ঘোষণা দিয়ে ভারত থেকে সোডিয়াম স্টার্চ গ্লাইকোলেট আড়ালে আমদানী করা (২৫০০ কেজি) আড়াই টন ভায়াগ্রা পাউডার জব্দ করেছে কাস্টমস্ কর্তৃপক্ষ। আটককৃত পণ্য চালানের মূল্য সাড়ে ১২ কোটি টাকা। এ ঘটনায় বেনাপোলের সাইনী শিপিং সার্ভিসেসের লাইসেন্স বাতিল করা হয়েছে।
এ পর্যন্ত বাংলাদেশে আটক ভায়াগ্রার সর্ববৃহৎ চালান এটি। আর, এই চালানের রপ্তানিকারক ভারতের পশ্চিমবঙ্গের আইবি ট্রেডার্স।
বেনাপোল কাস্টম হাউসের কমিশনার বেলাল হোসাইন চৌধুরী এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সূত্রে সংবাদ পায় একজন আমদানীকারক ভারত থেকে এ পণ্য চালানটি বেনাপোল বন্দরে নিয়ে আসছে। এমন সংবাদে কাস্টম হাউসের একটি প্রতিনিধি দল বন্দরের শেড থেকে পণ্য চালানটি জব্দ করে। পণ্য চালাানটির সিএন্ডএফ এজেন্ট ছিলো মেসার্স সাইনী শিপিং সার্ভিসেস। লাইসেন্সটি সাময়িক বাতিল করা হয়েছে।
এ ব্যাপারে বুধবার (৭ আগস্ট) জয়েন্ট কমিশনার শহিদুল ইসলামকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্তে দোষীদের ফৌজদারী মামলার আওতায় আনা হবে।