দেশজুড়ে
বেনাপোলে বিদেশি অস্ত্র ও মাদকসহ নারী আটক
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারোপোতা গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি ও ১৫ বোতল ফেনসিডিলসহ রেহেনা বেগন (৪০) নামে এক নারীকে আটক করে পুলিশ।
রবিবার (৪ আগস্ট) সন্ধ্যায় অভিযান চালিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশ তাকে আটক করে।
আটক রেহেনা বেগম বেনাপোল পোর্টথানার শিবনাথপুর বারপোতা গ্রামের কামরুলের স্ত্রী।
পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারোপোতা গ্রামের একটি বাড়িতে অস্ত্র ও মাদক বেচা-কেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি মার্কিন নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি ও ১৫ বোতল ফেনসিডিলসহ এক নারীকে আটক করা হয়। তবে এসময় অস্ত্রের মূল মালিক তার স্বামী কামরুল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ওই নারীকে অস্ত্র আইনে মামলা দিয়ে সোমবার (৫ আগস্ট) যশোর আদালতে পাঠানো হবে। এছাড়া, পলাতক আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।